জেলাগুলোর অবস্থা খুবই বিপজ্জনক : অর্থমন্ত্রী
দেশে বৈদেশিক সাহায্য কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা ও বিরোধী পক্ষের আন্দোলন ও নাশকতাকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘দেশে বৈদেশিক সাহায্য কমে গেছে। এটা কাম্য ছিল না। ঢাকার অবস্থা মোটামুটি সচল থাকলেও জেলাগুলোর অবস্থা খুবই বিপজ্জনক।’
আজ শনিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন। আগামী সাত দিনের মধ্যে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। ৭ দশমিক ৩ জিডিপির প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ছিল, তা নিয়ে সংশয় প্রকাশ করে মুহিত বলেন, ‘খুবই সংশয় রয়েছে এ লক্ষ্যমাত্রা আদৌ পূরণ হবে কি না।’
পুলিশ-বিজিবি মোতায়েনের ফলে বাড়তি খরচ হচ্ছে কি না –এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে। তবে কী পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে তা এখনই বলব না।’
এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতার কারণে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তবে এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি স্বাভাবিকের কোনো উদ্যোগ নেবেন না, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রায় এক মাস আগে অর্থমন্ত্রী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা তো আশা করতেই পারি। বিএনপির আন্দোলন আন্দোলন নয়, এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এর পেছনে মদদ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’
বিএনপির সঙ্গে সংলাপ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি অনেক দেশেই চলে, এর মধ্য দিয়েই আমাদের চলতে হবে।’