চট্টগ্রাম বন্দরে ভেড়ার অনুমতি পায়নি এমভি জং ডি ওয়ান
উত্তর কোরিয়ার পণ্যবাহী জাহাজ এমভি জং ডি ওয়ানকে চট্টগ্রাম বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমভি জং ডি ওয়ান নামের কার্গো জাহাজকে চট্টগ্রাম বন্দরে প্রবেশে কড়াকড়ি আরোপ করে।
জাহাজটি ৪৩ হাজার টন সিমেন্ট ক্লিংকার নিয়ে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান,পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর পণ্যবাহী জাহাজ এমভি জং ডি ওয়ানকে বন্দরে ভেড়ার অনুমতি বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি বর্তমানে কুতুবদিয়া চ্যানেলের বাইরে অপেক্ষা করছে।তিনি বলেন,মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী কাজ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ভিয়েতনাম থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে উত্তর কোরিয়ার পতাকাবাহী জাহাজটি বাংলাদেশ ভিড়তে চেয়েছিল।এমভি জং ডি ওয়ানের ভেড়ার অনুমতির আবেদন ২০০৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জারি করা নিষেধাজ্ঞার আওতায় থাকায় গতকাল শুক্রবার রাতে তা প্রত্যাখ্যাত হওয়ার খবর আসে।