বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার দুপুরে নিউইয়র্কে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং আয়োজিত এক বৈঠকে তাঁরা তাঁদের আগ্রহের কথা জানান। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ সিটি গ্রুপ, মাস্টারকার্ড ইন্টারন্যাশনাল, এলিকোট ড্রেজার্স, কোকা-কোলা করপোরেশন, ফনথেম ইন্টারন্যাশনাল, আমেরিকান ইগল ও সিকোরস্কি এয়ারক্রাফটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশকে আঞ্চলিক ও কৌশলগত কেন্দ্র বলে অভিহিত করে জিয়াউদ্দিন বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সূচক শক্তিশালী।
বিদ্যুৎ, জ্বালানি, জাহাজ নির্মাণ, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের প্রবৃদ্ধি সূচকের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে মার্কিন ব্যবসায়ীদের সমর্থন কামনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ইউএনবি জানায়, বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন ব্যবসায়ীদের কেউ কেউ এরই মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। বাংলাদেশে স্বাধীনভাবে বিনিয়োগের পরিবেশ রয়েছে বলে মনে করেন তাঁরা। তাঁরা আরো বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছেন।