গভর্নর কথা বললেই বয়কটের ঘোষণা সাংবাদিকদের
২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কথা বললে, ঠিক তখনই তার দেওয়া বক্তব্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। আজ শুক্রবার (৭ জুন) ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে রেফায়েত উল্লাহ মীরধা বলেন, বাংলাদেশ ব্যাংকে কয়েক মাস ধরেই এই বিটের সাংবাদিকরা অবাধ প্রবেশ করতে পারছে না। এনিয়ে গভর্নরের সাথে নানা আলোচনা হয়েছে। কিন্তু তিনি সমাধান করেননি। ঝুলিয়ে রেখেছেন। তাই আজকের এই সংবাদ সম্মেলনে গভর্নর যেন কোন বক্তব্য না দেন, তেমনি এক অনুরোধ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কাছে। তিনি বলেন, সম্মেলনে গভর্নর যদি কোন বক্তব্য দেন, তাহলে ঠিক তখনি আমরা (সাংবাদিক) তার বক্তব্য বয়কট করবো। এসময় সংবাদ সম্মেলনে নিউজ কভার করতে আসা ব্যাংক বিটের উপস্থিত সাংবাদিকরা ইআরএফের সভাপতির কথা হইচই করে সহমত পোষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।