তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ
বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস প্রাক্কলিত হিসাব অনুযায়ী, গত ২০২৩-২০২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি দাঁড়ায় ছয় দশমিক ১২ শতাংশ। আজ মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ত্রৈমাসিক জিডিপির আকার, প্রবৃদ্ধি এসব তথ্য প্রকাশ করেছে।
বিবিএস জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে গত ২০২৩-২০২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ছয় দশমিক ১২ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল যথাক্রমে ছয় দশকি শূন্য এক শতাংশ ও তিন দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২০২৩ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল দুই দশমিক ৩০ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল যথাক্রমে সাত দশমিক শূন্য তিন শতাংশ ও সাত দশমিক শূন্য আট শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে বিদায়ী অর্থবছরে ২০২৩-২০২৪ তৃতীয় প্রান্তিকে শিল্প, সেবা ও কৃষি খাতেই প্রবৃদ্ধি বেড়েছে। সবচেয়ে বেশি সাত দশমিক শূন্য তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক ৪৬ শতাংশ। আলোচিত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক ৯৭ শতাংশ।