৫ মাসে ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ
গত বছরেরর (২০২৪ সাল) শেষ পাঁচ মাসে (আগস্ট থেকে ডিসেম্বর) ব্যাংক হিসাব ও পুঁজিবাজার থেকে ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক কমকর্তা বলেন, গত পাঁচ মাসে ১১২টি মামলায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়। তাদের ব্যাংক হিসেবে ১৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি আছে। পুঁজিবাজার থেকেও সাত হাজার ৫০০ কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছয় হাজার ৮০০ কোটি টাকার শেয়ার রয়েছে।