গোপালগঞ্জে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক

গোপালগঞ্জে এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক। আজ বুধবার (৫ মার্চ) সকালে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামী মিশন মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীদের এসব পোশাক বিতরণ করা হয়।
সুবিধা বঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আহমাদুল্লাহ রবিউল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় গোপালগঞ্জ আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আশিস কুমার নন্দী, ডাক্তার মো. এসকেন্দার আলী মৃধা, শোভন কুমার দে, সোহাগ আহমেদ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপক আশিস কুমার নন্দী বলেন, দেশব্যাপী প্রতিটি জেলায় পবিত্র রমজান মাসে এ কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছরই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে।