চীনের বিখ্যাত বৈদ্যুতিক স্কুটার এখন উত্তরায়

চীনের বিশ্বখ্যাত বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়েই গ্লোবাল হোল্ডিং গ্রুপ তাদের ইলেকট্রিক স্কুটার ন্যামস মোটরস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) থেকে SPARKY এবং E-THUNDER বিপণন ও বিক্রি শুরু করেছে ন্যামস মোটরস লিমিটেডের ফ্ল্যাগশিপ শোরুম, উত্তরায়।
আধুনিক এবং পরিবেশবান্ধব ব্যক্তিগত পরিবহন ব্যবস্থার অগ্রণী প্রতিষ্ঠান হুয়াওয়েই গ্লোবাল হোল্ডিং গ্রুপ বাংলাদেশের বাজারে তাদের সর্বাধুনিক প্রযুক্তির SPARKY এবং E-THUNDER মডেলের দুইটি ইলেকট্রিক স্কুটার আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু করেছে। বাংলাদেশের গ্রাহকদের পরিবেশবান্ধব, কার্যকর, আধুনিক ডিজাইন এবং সাশ্রয়ী ব্যক্তিগত পরিবহনের ক্রমবর্ধবান চাহিদা পূরণে এই ইলেকট্রিক স্কুটারগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে।
বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, যানজটের ক্রমাগত অবনতি এবং পরিবেশগত উদ্বেগের প্রেক্ষাপটে, SPARKY এবং E-THUNDER প্রতিদিনের যাতায়াতের জন্য একটি আধুনিক উন্নত প্রযুক্তির পরিবেশবান্ধব বিকল্প পরিবহন হিসেবে আবির্ভূত হয়েছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন লিথিয়াম-আয়ন ও গ্রাফাইন ব্যাটারি সংযুক্ত এই স্কুটারগুলো একবার ফুল চার্জ দিলে ১২৫ কি. মি. পর্যন্ত চলতে পারে এবং ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
ন্যামস মোটরস লিমিটেড এর পরিচালক জনাব মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান (অব.) বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, এমন একটি ব্যক্তিগত বাহন বাংলাদেশের গ্রাহকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরেছি, যা কার্বন নিঃসরণ হ্রাসের পাশাপাশি গ্রাহকদের আধুনিক ও সাশ্রয়ী বাহন ব্যবহারের সুযোগ করে দেবে।’ এই ইলেকট্রিক স্কুটারের বাজারজাতকরণ শুরু করার মাধ্যমে পরিবেশবান্ধব ব্যক্তিগত বাহনের বিপ্লবকে এগিয়ে নিতে এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
হুয়াওয়েই ব্রান্ডের এই ইলেকট্রিক স্কুটারগুলো বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী পরিবহন ব্যবহারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে থাকে এবং বাংলাদেশকে শুন্য কার্বন নিঃসরণ এর পথে রুপান্তরের ক্ষেত্রে ন্যামস মোটরস লিমিটেড কার্যকর ভূমিকা পালন করবে।
উত্তরায় ন্যামস মোটরস লিমিটেডের এর ফ্ল্যাগশিপ শোরুম উদ্ভোধন এবং দুটি ইলেকট্রিক স্কুটারের লঞ্চ অনুষ্ঠানে হুয়াওয়েই গ্লোবাল হোল্ডিং গ্রুপ এশিয়া বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জনাব ডি মেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বসহ ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ইলেকট্রিক স্কুটারগুলো ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস পাবে যা সবুজ বাংলাদেশ গড়তে সহায়তা করবে।