রাবির নতুন উপউপাচার্য হলেন অধ্যাপক হুমায়ুন কবীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপউপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবীর। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতির অনুমোদনে রাবি আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক হুমায়ুন কবীরকে আগামী চার বছরের জন্য উপউপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘অধ্যাপক হুমায়ন কবীর উপউপাচার্য হিসেবে আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর এনটিভি অনলাইনকে বলেন, ‘রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথভাবে পালন করব। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের স্বার্থে সহকর্মীদের নিয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করব।’