শাবিপ্রবিতে ৪ সহকারী প্রক্টর নিয়োগ, একজনকে অব্যাহতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার মো. ইশফাকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- বিশ্ববিদ্যালয়র বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহলী পারভীন দিপা।
আদেশে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই চারজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং এই আদেশ তাদের যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
অপরদিকে পৃথক এক আদেশে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।