রাবিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখার প্রগতিশীল ছাত্রজোট। আজ রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। শিক্ষার্থীরা তাদের এ অধিকার আদায়ের জন্য এ আন্দোলন গড়ে তুলেছে। কিন্তু ছাত্রলীগ এ আন্দোলনকে পণ্ড করার জন্য আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এ সময় জোটের নেতাকর্মীরা এ হামলায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনের জন্য অবস্থান নিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং ব্যানার কেড়ে নিয়ে ধাওয়া করে। এ সময় ছাত্রলীগের হামলায় ১৫ জন আন্দোলনকারী আহত হয়।
জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আলম বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।’
ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাঁদের আমরা সরিয়ে দিয়েছি।’