ইবিতে মুক্তিযোদ্ধার নাতির ভুয়া পরিচয়ে ভর্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/13/photo-1539447952.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার নাতির ভুয়া পরিচয়ে ভর্তির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রের নাম আনোয়ার হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আজ শনিবার বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, মুক্তিযোদ্ধার নাতি কোটায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন আনোয়ার। তাঁর শ্রেণি রোল নম্বর ১৫২৪০৮১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৭৬৯। আনোয়ার হোসেন কুষ্টিয়ার সদর উপজেলার খাজা নগর গ্রামের মো. বাবুর আলীর ছেলে।
আনোয়ার একই জেলার মিরপুর উপজেলার তেঘরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সনদ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ওই মুক্তিযোদ্ধার আনোয়ার হোসেন নামে কোনো নাতি নেই।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের স্ত্রী লুৎফুন্নেসা বলেন, ‘দুই বছর আগে আমার স্বামী (মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার) মারা গিয়েছেন। আমার এক ছেলে ও দুই মেয়ে আছে। তবে, আমার কোনো নাতি-নাতনি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে পড়াশুনা করে না।’
এ ছাড়াও আনোয়ার হোসেন নামে তাঁর কোনো নাতি নেই বলেও জানান লুৎফুন্নেসা।
এ বিষয়ে মৃত আবদুস সাত্তারের ছেলে শামিম বলেন, ‘আমার বাবা কাউকে তাঁর মুক্তিযোদ্ধার সনদ দিয়েছিলেন কিনা তা জানা নেই। বাবার সনদ দিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে এটি উচিত কাজ করেনি। এর শাস্তি হওয়া উচিত।’
এ প্রসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বর্তমান প্রশাসন দুর্নীতি, অনিয়ম প্রতিরোধে বদ্ধ পরিকর। উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও এই অভিযোগে দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’