রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/06/photo-1546761050.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।
প্রভাষ কুমার কর্মকার জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। কয়েকটি বিভাগে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে। ফলে ফাঁকা আসনগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলছে। ২০ জানুয়ারির মধ্যে এসব কাজ সম্পন্ন হবে। এরপর ২১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস যথারীতি চলবে।