দাবি না মানলে মনোনয়নপত্র নেবে না ছাত্রদল

ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ১১ মার্চ। আগামীকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। তবে দাবি বাস্তবায়ন না হলে মনোনয়নপত্র নেবে না জাতীয়তাবাদী ছাত্রদল।
এবার ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার শুরুতে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত, ভোটকেন্দ্র হলের বাইরে রাখাসহ কয়েকটি দাবি জানিয়ে আসছে ছাত্রদল। এ ছাড়া প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সসীমা বাতিলের দাবিও জানিয়েছে তারা। এই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে মনোনয়নপত্র নেবে না বলে জানিয়েছে ছাত্রদল।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
দুপুর পৌনে ১২টার দিকে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এর প্রায় আধাঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী মধুর ক্যান্টিনে আসেন।
আকরামুল হাসান বলেন, ‘আগামীকাল থেকে যে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, সেটাতে আমরা অংশগ্রহণ করব না। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মনোনয়নপত্র নেব না।’
দাবি মেনে নিলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমাদের বিতর্ক অব্যাহত থাকবে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চাই। আমাদের দাবি না মেনে নিলে বিশ্ববিদ্যালয়ের অগণতান্ত্রিক সিদ্ধান্তে আমরা তখন কষ্ট পাব। কিন্তু ডাকসু নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত ইতিবাচক থাকছি।’