ডাকসু নির্বাচনে ছাত্রলীগের আলাদা প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যখন ছাত্রলীগের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে তখন বাদ পড়া ছাত্রলীগের নেতাদের নিয়ে আলাদা প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে অপর একটি পক্ষ।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের ২০১৮ সালের সম্মেলনে পদপ্রত্যাশী ও জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল।
তারা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে তারা প্রমাণ করতে চাচ্ছেন যে তারা অন্যদের চেয়ে যোগ্য।
জানতে চাইলে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রলীগের প্যানেল হচ্ছে। আমরা যারা ত্যাগী নেতা রয়েছি, তারা বাদ যাচ্ছি। আমাদের যোগ্য মনে করা হচ্ছে না। আমরা যারা ত্যাগী এবং পরীক্ষিত নেতা রয়েছি আমরা ডাকসু নির্বাচনে অংশ নিয়ে দেখিয়ে দিব যে আমরা যোগ্য, না অযোগ্য।