জগন্নাথ হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। এক হাজার ২৯১ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন উৎপল বিশ্বাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম দত্ত পেয়েছেন ৪১৫ ভোট। এক হাজার ৩৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজল দাস। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অপু রায় পেয়েছেন ৩৩২ ভোট ও অলোক মজুমদার পেয়েছেন ২৩ ভোট।
আজ সোমবার ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
হল সংসদে সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন অতনু বর্মণ। তিনি পেয়েছেন এক হাজার ৩৭৭ ভোট এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জয় চন্দ্র রায় পান ৩৩০ ভোট।
জয়দীপ দত্ত সাহিত্য সম্পাদক ও কাঞ্জিলাল রায় জীবন সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিন্টু বড়ুয়া।
অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন পলাশ চন্দ্র রায় আর বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন অর্ণব হোড়। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রদীপ দাস।
হল সংসদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিবেকানন্দ দাস, রঞ্জন কুমার রায়, মিঠু চন্দ্র শীল ও ঋভু সরকার শুভ্র।