জাবিতে শিক্ষার্থীদের বেশি আগ্রহ আইআরে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির জন্য দুই হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ২৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে গড়ে ১১৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ৮ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষা শাখাসূত্রে এসব তথ্য জানা গেছে।
আবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে। ওই বিভাগে ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৩৯৯ জন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩০৭ জন শিক্ষার্থী।
কোন বিভাগে কত আবেদনকারী
বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিট’ অর্থাৎ গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে আবেদন করেছেন ৩৮ হাজার ৮৩০ জন। এ ইউনিটের সাতটি বিভাগ মিলিয়ে মোট আসন সংখ্যা ৪৫০টি।
‘বি ইউনিট’ অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ছয়টি বিভাগে মোট আসন সংখ্যা ৩৫৫। এই ইউনিটের জন্য আবেদন জমা পড়েছে ১৮ হাজার ৯৯৮টি।
‘ডি ইউনিট’ অর্থাৎ জীববিজ্ঞান অনুষদে সাতটি বিভাগে মোট আসন সংখ্যা ৩৬৫। অনুষদে আবেদন করেছেন ৪১ হাজার ৯১ জন পরীক্ষার্থী।
‘ই ইউনিট’ অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভাগ আছে চারটি। এতে সর্বমোট আসন সংখ্যা ২০০টি। এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন ১৮ হাজার ৫০০ শিক্ষার্থী।
‘এফ ইউনিট’ অর্থাৎ আইন অনুষদে মোট আসন সংখ্যা ৫৫টি, আবেদন করেছেন ১৫ হাজার ২০০ জন।
‘জি ইউনিট’ অর্থাৎ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ,জেইউ) মোট ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ছয় হাজার ৪৯৯ জন পরীক্ষার্থী।
‘এইচ ইউনিট’ অর্থাৎ তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) মোট আসন সংখ্যা ৫০টি। ১২ হাজার ৭৯৯ জন এ ইনস্টিটিউটে আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের অন্য সব ইউনিটে অনুষদভিত্তিক পরীক্ষা হলেও শুধু ‘সি ইউনিট’ তথা কলা ও মানবিকী অনুষদভুক্ত ৯টি বিভাগে ‘বিভাগভিত্তিক’ আলাদা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইংরেজি বিভাগে মোট ৬৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৩ হাজার ৬৯৯ জন।
ইতিহাস বিভাগে মোট আসন রয়েছে ৬৫টি। আবেদন জমা পড়েছে আট হাজার ৬০০টি। দর্শন বিভাগে আসন সংখ্যা রয়েছে ৭০টি। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন পাঁচ হাজার ২৯৮ জন।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আসন সংখ্যা ৩০টি। আবেদন পড়েছে দুই হাজার ১৯৮টি। প্রত্নতত্ত্ব বিভাগে মোট ৪৫টি আসনের বিপরীতে আবেদনের সংখ্যা চার হাজার ১৯১টি।
বাংলা বিভাগে আসন সংখ্যা ৬৫টি এবং জমা হওয়া আবেদনের সংখ্যা আট হাজার ২০০টি।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে আসন সংখ্যা ৪৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ২৮৬ শিক্ষার্থী।
চারুকলা বিভাগে আসন সংখ্যা ৩০টি, আবেদন করেছেন প্রায় এক হাজর ৪০০ শিক্ষার্থী।