জাবি ভর্তি পরীক্ষার ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/29/photo-1446058933.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ফল প্রকাশ করা হয়েছে। এই অনুষদে ছেলেমেয়ে মিলিয়ে সর্বমোট ৫০টি আসনের জন্য ৫০১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর এ ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুসারে দেখা গেছে, ‘এইচ’ ইউনিটে ছেলেদের জন্য মোট ২৭টি আসনের বিপরীতে ২৭১ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে একই ইউনিটে মেয়েদের জন্য মোট আসন রয়েছে ২৩টি, প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে ২৩০ পরীক্ষার্থী।
এর আগে বুধবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অনুষদে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছিলেন প্রায় ১২ হাজার ৭৯৯ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় প্রায় আট হাজার ৪৬৩ জন আবেদনকারী পরীক্ষায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভারপ্রাপ্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক কে এম আককাছ আলী। অর্থাৎ উপস্থিতির হার ছিল প্রায় ৬৬ শতাংশ।
ফল জানতে ভিজিট করুন : http://www.juniv.edu/admissionresults
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রদের মেধাতালিকা—
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রীদের মেধাতালিকা—
এ ছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।