মৌলবাদ দেশকে গ্রাস করেছে : অজয় রায়
শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় বলেছেন, মৌলবাদ দেশকে গ্রাস করে ফেলেছে। তাদের আগ্রাসনের ফলে মুক্তবুদ্ধির লোকেরা নিহত হচ্ছে। এই আগ্রাসন প্রতিহত করতে আমাদের বের হয়ে আসতে হবে। তরুণদের সঙ্গে নিয়ে আন্দোলন করতে হবে।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চতুর্থ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অজয় রায় এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক এ অধ্যাপক বলেন, মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা ছাড়া সমাজ গণতান্ত্রিক হতে পারে না। শিক্ষার অধিকার কেড়ে নেওয়া আর গণতান্ত্রিক অধিকার সংকোচন করা একসূত্রে গাঁথা। দেশের উন্নয়ন বলতে শুধু দালান-কোঠার উন্নয়ন বোঝায় না, গণতান্ত্রিক চেতনার উন্নয়নও খুবই জরুরি। সাম্প্রদায়িক চিন্তা মানুষে মানুষে বিভক্তি আনে। বিজ্ঞানমনস্কতা ছাড়া মানবিক বোধের বিকাশ ঘটবে না। তাই শিক্ষা আন্দোলনকে যুক্তি ও বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
বেলা ১১টায় বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অজয় রায়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে অজয় রায় ও ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু। বক্তব্য দেন বাসদ নেতা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
উদ্বোধনের পর অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সভাপতি গোপাল কৃষ্ণ নিউপেন, অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ইউনিয়নের (রেভ্যুলুশনারি) আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ইহালা গামাগে জিওয়ানা চন্দ্রলাল হরিশচন্দ্র, ফিলিপাইনের লিগ অব ফিলিপিনো স্টুডেন্টসের ন্যাশনাল চেয়ারম্যান সান্ড্রা কেরোলিনা কেসটিলো প্রমুখ।