মৎস্য, দুর্যোগ ও সমুদ্রবিজ্ঞান বিষয় প্রাধান্য দিয়ে ভোলা বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ
ভৌগোলিক অবস্থান বিবেচনায় দ্বীপজেলা ভোলার মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ বুধবার (৫ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ মতামত দেওয়া হয়।
এছাড়া দেশের ৬ জেলায় নতুন আরও ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও সুপারিশ করা হয়। একই সঙ্গে তিন জেলায় আপাতত নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন নেই মর্মে মত দিয়েছে সংস্থাটি।
চিঠিতে বলা হয়, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জেলাটি দ্বীপ হওয়ায় পার্শ্ববর্তী জেলাসমূহের সঙ্গে এর দূরত্ব অনেক। এই জেলায় বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে প্রাধান্য দেওয়া যেতে পারে। সুপারিশকৃত অন্যান্য জেলাগুলো হল কক্সবাজার, নড়াইল, রাজবাড়ী, জয়পুরহাট ও বরগুনায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে।