অস্ট্রেলিয়া থেকে পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান শহীদুল্লাহ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন। আজ রোববার (১১ আগস্ট) তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করার কারণে সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিছেন কাজী শহীদুল্লাহ। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়া থেতে দেশে ফিরতে চান না বলেও জানিয়েছেন।
পদত্যাগপত্রে কাজী শহীদুল্লাহ লেখেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।’
‘অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।’