ময়মনসিংহে বাকৃবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
শিক্ষক ফেডারেশনের আহ্বানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি ঘণ্টাব্যাপী সর্বাত্মক কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বাকৃবি প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে ক্লাস পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.. রফিকুল ইসলাম সরদার, সহসভাপতি প্রফেসর সাইদুর রহমানসহ শিক্ষক নেতারা।
বক্তারা অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। অবস্থান কর্মসূচিতে সর্বস্তরের শিক্ষকরা অংশগ্রহণ করেন। একই দাবিতে অফিসার পরিষদ ও কর্মচারী সমিতি আলাদা আলাদা অবস্থান কর্মসূচি পালন ও সমাবেশ করে।