শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য সচিব এম কিবরিয়া চৌধুরী হেলিম ও ডা. আবুল হোসেন। শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার বক্তব্য দেন।
বক্তারা বলেন, এলাকাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নেত্রকোনায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ভাটি বাংলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ উপাচার্যের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে।
এসময় তারা অবিলম্বে নেত্রকোনার যেকোনো এক কৃতি সন্তানকে ভিসি হিসেবে নিয়োগ দিয়ে একাডেমিক কাজসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি জোর দাবি জানান।