অতিরিক্ত ১৫ পদ থেকে পদত্যাগ করলেন ইবির উপউপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অতিরিক্ত ১৫টি পদ থেকে পদত্যাগ করেছেন উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর ১৪টি ও উপাচার্য বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন তিনি।
উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পরিবহণ প্রশাসকের পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি চারমাস আগে পদত্যাগপত্র জমা দিয়েছি, কিন্তু কি অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি— তা আমার জানা নেই। এই দায়িত্বে থেকে আমার ইমেজ সংকট তীব্রতর হয়েছে।’
এ ছাড়া রেজিস্ট্রার বরাবর অন্য চৌদ্দটি (১৪) পদ থেকে পদত্যাগ করতে আরেকটি পদত্যাগপত্র দেন উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। সেখানে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
যেসব পদের জন্য পদত্যাগপত্র দিয়েছেন সেগুলো হলো—টেন্ডার ইভালুয়েশন কমিটির সভাপতি, ভিজিলেন্স টিম, ইবির আহ্বায়ক, জাতীয় দিবস পালন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, ছুটি বিধি সংশোধন সংক্রান্ত কমিটির আহ্বায়ক, অনুষদ ভবনের কক্ষ বণ্টন সংক্রান্ত কমিটি আহ্বায়ক, ডিনস অ্যাওয়ার্ড সংক্রান্ত কমিটির আহ্বায়ক, এমফিল-পিএইচডি অর্ডিন্যান্স সংশোধন সংক্রান্ত কমিটির আহ্বায়ক, অধ্যাপক ড. মুনতাসির রহমানবিষয়ক কমিটির আহ্বায়ক, অধ্যাপক ড. এস এম শফিকুল ইসলামবিষয়ক কমিটির আহ্বায়ক, সহঅধ্যাপক ড. মো. আরিফুল ইসলামবিষয়ক কমিটির আহ্বায়ক, মাস্টার প্লান সংশোধন সংক্রান্ত কমিটির সদস্য, সহায়ক-সাধারণ কর্মচারীদের উচ্চতর গ্রেড সংক্রান্ত কমিটির সদস্য, ওয়ার্কস কমিটির সদস্য, বোর্ড অব অ্যাডভাইজরি কমিটি (সদস্য)।