৭ জানুয়ারির নির্বাচন রুখে দিন : ডা. জাহিদ
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ও পল্লবী এলাকায় ডামি নির্বাচন বর্জন ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে এবং অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ করার সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন এ আহ্বান জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না, শুধু নিজেদের কথা চিন্তা করে। সরকার নির্বাচনি খেলা শুরু করেছে। তারা নিজেরা নিজেরা সিট ভাগ করে দিয়ে দিয়েছে। এই নির্বাচনে দেশের অধিকাংশ লোক অংশগ্রহণ করবে না, বিরোধী দল অংশগ্রহণ করবে না। কাজেই এই ভোট গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই নির্বাচন হলে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তাই এই নির্বাচনকে রুখে দেওয়ার জন্য দেশের বৃহৎ রাজনৈতিক দল ও দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ আজ ঐক্যবদ্ধ। ৭ জানুয়ারি নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। আপনারা সবাই সবাইকে বলবেন যাতে ভোট দিতে কেউ না যায়।
ডা. এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে যে জয়ী হবে তারাই সরকার গঠন করবে। আর এটা নির্ধারণ করবে দেশের জনগণ। জনগণ এদেশের মালিক তারাই নির্ধারণ করবে আগামীতে ক্ষমতা কে যাবে। কোন বাড়ি কোন প্রতিষ্ঠান কোন একক ব্যক্তি নির্ধারণ করবে না কে ক্ষমতায় যাবে। এটা নির্ধারণ করবে এদেশের জনগণ কারণ জনগণই এদেশের মালিক। এদেশের জনগণ তাদের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য সুযোগ চায়। ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে না গেলে সেই সুযোগ আসবে। তাই তিনি জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, পেশাজীবী নেতা অ্যাডভোকেট ইকবাল শেখ, সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, সাবেক সাংবাদিক নেতা আল আমিন, ইকবাল হোসেনসহ পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।