দল বা প্রার্থী বুঝে নয়, আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা : রাশেদা সুলতানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/29/raashedaa.jpg)
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, দল বা প্রার্থী বিবেচনায় নয়, যিনি আচরণবিধি লঙ্ঘন করবেন তার বিরুদ্ধেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদা সুলতানা।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি।’
রাশেদা সুলতানা আরও বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ফলে কোথাও পরিস্থিতি খারাপের কোনো সুযোগ নেই। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।’
এর আগে রাশেদা সুলতানা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় কয়েকজন প্রার্থী নির্বাচনি মাঠের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপপুলিশ মহাপরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন।