একাধিকজনকে নিয়োগ দেবে ইউনাইটেড হাসপাতাল

জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড হাসপাতাল লিমিটেড। প্রতিষ্ঠানটিতে স্টাফ নার্স পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
স্টাফ নার্স
পদসংখ্যা
এই পদে সর্বমোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত কলেজ/প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা/বি.এসসি (নার্সিং) পাস হতে হবে। পুরুষ ও নারীরা আবেদন করতে পারবেন। কোনো স্বনামধন্য হাসপাতালের নার্সিং বিভাগের জটিল এলাকার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় উত্তম দখল থাকতে হবে।
অভিজ্ঞতা
প্রার্থীর সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং আপনি যদি নিজেকে সঠিক ব্যক্তি মনে করে আমাদের প্রফেশনালদের একটি অংশ হতে চান, ধৈর্যশীল ও কমিটেড দলের অংশ হতে চান, তাহলে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত প্রদানের মাধ্যমে আপনার আগ্রহের প্রকাশ করুন, সঙ্গে দিতে হবে সাম্প্রতিক ছবি, কাভার লেটার জুন ৩০, ২০১৯-এর পূর্বে প্রেরণ করুন বরাবর মানবসম্পদ প্রধান, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, প্লট-১৫, রোড-৭১, গুলশান ঢাকা-১২১২ ।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ৩০ জুন, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস