জলহস্তির তাড়া খেয়ে পালালো হাঙ্গর
জলহস্তি এবং হাঙ্গর, উভয়েরই বসবাস জলে, ফলে একটু আধটু ঝগড়াঝাঁটি না হলে কি আর ব্যাপারটা ঠিক জমে। সম্প্রতি অনলাইনে এক পর্যটকের আপপলোড করা একটি ভিডিওতে দেখা যায় জলহস্তির তাড়া খেয়ে পালাচ্ছে একটি হাঙ্গর। এমন ঘটনা কে না দেখতে চায়, ফলে বেশ জনপ্রিয়ও হয়েছে ভিডিওটি।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে সম্প্রতি এ বিষয়ে প্রকাশিত একটি খবরে জানা যায়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি জাতীয় উদ্যান, নাম হ্যারিটেজ ট্যূরস অ্যান্ড সাফারিস। সেখানে স্টেসি ফ্যারেল নামক একজন পর্যটক নৌকাযোগে পানিতে ভ্রমণকালে হঠাৎ লক্ষ্য করেন একটি হাঙ্গরকে তাড়া করেছে একদল জলহস্তি, তাড়া খেয়ে দ্রুত সাঁতরে দূরে চলে যাচ্ছে হাঙ্গরটি। ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে তিনি ভিডিও করতে ভুলেননি।
ভিডিওটির বর্ণনায় ফ্যারেল লিখেন- ‘আমরা যখন হাঙ্গর এবং কুমিরের সাফারিতে ছিলাম, হঠাৎ দেখতে পাই ছোট একটি হাঙ্গর একটি জলহস্তির দলের দিকে সাঁতরে আসছে। ঘটনাটি দেখার জন্য আমরা পাড় বরাবর নৌকা থামাই।’
ফ্যারেল আরো লিখেন, ‘জলহস্তি যখন পানিতে মলত্যাগ করে, সেখানে অনেক মাছ হাজির হয় আর মাছ খেতে চলে আসে হাঙ্গর। অস্বচ্ছ পানির কারণে না বুঝতে পেরে হাঙ্গরগুলো প্রায়ই সাঁতরে জলহস্তি দলের একদম ভেতরে ঢুকে পড়ে। এটা জলহস্তিদের মোটেই পছন্দের নয়, তারা এতে প্রচণ্ড বিরক্ত হয় এবং রাগান্বিত হয়ে হাঙ্গরকে আঘাত করা শুরু করে। এ যাত্রায় হাঙ্গরটি সৌভাগ্যবান ছিল বলা যায়, কারণ কোনো বড় ক্ষতি ছাড়াই সাঁতরে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়!’