একবার মরি
‘আমি যে বাঙালি আমিও মানুষ
আমিও মুসলমান,
একবার মরি দুইবার নয়’
ভয় নেই যাক প্রাণ।
বঙ্গবন্ধু বললেন, যদি
মৃত্যুই আসে কভু,
হাসতে হাসতে সেখানেই যাবো
দেখবেন তিনি প্রভু।
চাইবো না ক্ষমা, বাঙালি জাতির
তাতে অপমান হবে,
এমন মৃত্যু আসলে আসুক
মেনে নেবো গৌরবে।
জয় বাংলা ও স্বাধীন বাংলা
বাঙালি আমার জাতি,
ভাষা বাংলা ও বাংলার মাটি
আমার জীবন সাথি।