কম্পিউটার গেম খেলেই বিরাট ধনী!
কম্পিউটার তো এখন মানুষের নিত্যসঙ্গী। কেউ কাজ করে, কেউ বিনোদনের কাজে ব্যবহার করে আবার কারো নেশা স্রেফ গেম খেলা। তোমাদের অনেকেরই হয়তো কম্পিউটার গেম খেলার নেশা রয়েছে, এমনকি এর জন্য ভুলে যাচ্ছো খাওয়াদাওয়া কিংবা লেখাপড়ার কথাও। এ জন্য মায়ের কাছে বকাও খেতে হয় নিশ্চয়ই? অতিরিক্ত গেম খেলা অবশ্যই খারাপ অভ্যাস। কিন্তু এ কথা যে সবার জন্য সত্য নয়, সে গল্পই শোনাব তোমাদের। নাম জর্ডন, বাড়ি যুক্তরাষ্ট্রে, ২৩ বছর বয়সের উচ্ছল তরুণ তিনি। এই তরুণ গেম-পাগল, সারা দিন শুধু খেলা আর খেলা। এ জন্য ছোটবেলায় বকা খেতে হয়েছে তাঁকেও। বকা খেলেও কিন্তু কম্পিউটার গেম খেলা বাদ দিয়ে দেননি তিনি, বরং তাঁর সফলতা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
শুধু এই গেম খেলেই আয় করেছেন প্রচুর অর্থ, হলিউডে কিনেছেন হিলটপ বাংলো, বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ৩৮ কোটি টাকা! খবরটি নিশ্চই বিস্মিত করছে তোমাদের? কৌতূহল জাগছে, আসলে এর রহস্য কী? সে কথাও বলব তোমাদের। জর্ডন ইউটিউবে একটি ভিডিও চ্যানেল চালান, যেখানে দেখানো হয় তাঁর মাইনক্র্যাফ্ট খেলার ভিডিও। এর জন্য তাঁর সঙ্গে রয়েছে গেমস প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোলারিসের চুক্তি, যেখান থেকে তিনি মূলত অর্থ পান। কিন্তু প্রশ্ন হলো কোম্পানি কেনই বা তাঁর সঙ্গে চুক্তি করবে, অর্থ দেবে? তারও সদুত্তর রয়েছে। ইউটিউবে তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৮৮ লাখ, যেখানে তাঁর গেম খেলার ভিডিও দেখা হয়েছে ১৯০ কোটিরও বেশিবার! এই খবরটিও নিশ্চয়ই বিস্ময়ের এবং বোঝাই যায় কতটা জনপ্রিয় তিনি, কোম্পানি তাঁকে প্রচুর অর্থ তো দেবেই। গেমপ্রিয়দের কাছে এরই মধ্যে তিনি পরিচিত হয়েছেন ‘ক্যাপ্টেন স্পার্কেলজ’ নামে। বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটে এ বিষয়ে জানতে পারবে আরো বিস্তারিত তথ্য। তার এই সফলতার খবর শুনে তোমরা আবার গেম খেলতে বসে যেও না কিন্তু!