তিন বছরের ডিসকো জকি!
যখন ছোট্ট কেউ ঘটিয়ে ফেলে বিরাট কোনো কাণ্ড, তখন তা আমাদের নজর কাড়ে। তেমনি এক বিরাট কাণ্ড বা বলতে পারো বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট ছেলে। ছেলেটির নাম আর্চ জুনিয়র, বয়স কেবল তিন। এই তিন বছর বয়সেই কি না সে হয়ে উঠেছে একজন সফল ডিসকো জকি, মানে ডিজে! তার কৃতিত্বে আবার জুটেছে দুই-চারটে সেরা ডিজের পুরস্কারও! কী, বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা অবশ্য, কারণ ডিজে হওয়াটা মোটেই সহজ কাজ নয়, তা তোমরা হয়তো জানো। তার ওপর আবার পুরস্কার জেতা!
যা হোক, সবাই এমন কাজ করতে পারে না বলেই তো এটা জবর খবর! ছেলেটির বাড়ি দক্ষিণ আফ্রিকার গটেং প্রদেশের আলেকজান্দ্রা টাউনশিপ এলাকায়। এরই মধ্যে অনবদ্য প্রতিভার কারণে সে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে ডিজে আর্চ জুনিয়র নামে। বছর দুয়েক আগের কথা, তার বাবা তাকে একটি ডিজেবিষয়ক মোবাইল অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন তার বয়স মাত্র এক বছর। এই অ্যাপের মাধ্যমে সে অনেক মজা পায় এবং সংগীতের প্রতি তার আকর্ষণ তুঙ্গে উঠে যায়। তখন থেকে তার ধ্যান-জ্ঞান হয়ে ওঠে ডিজে হওয়া। ডিজে হওয়ার নেশায় শুরু করে অক্লান্ত চেষ্টা। পরবর্তী এ দুই বছরেই সে হয়ে উঠেছে একজন দক্ষ ডিজে!
দক্ষিণ আফ্রিকায় ডিজে অন্বেষণের জন্য রিয়েলিটি শোর মাধ্যমে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় ডিজে আর্চ জুনিয়র। রিয়েলিটি শোতে পারফর্ম করার জন্য যখন আর্চ মঞ্চে ওঠে, তার বাবা পাশে ছিল। উপস্থাপক ট্যাটস এনকোনজো ভেবেছিলেন, তার বাবাই প্রতিযোগী। পরে শিশুটির দক্ষতা দেখে তিনিসহ উপস্থিত সবাই তো হতবাক। তার উপস্থাপনও ছিল চমৎকার।
যখন আর্চ প্রথম মঞ্চে ওঠে, তখন প্রথমে বিচারকদের উদ্দেশে 'হ্যালো' বলে সম্ভাষণ জানিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যায়। তার পর হাত নেড়ে শুভেচ্ছা জানায় উপস্থিত দর্শককে এবং প্রতিদ্বন্দ্বী ডিজেদের দেখায় 'থাম্বস আপ'। তারপর তার বাবা তাকে পরিচয় করিয়ে দিয়ে মঞ্চ থেকে নেমে আসেন। এরপরই শুরু হয় আর্চের দক্ষতার প্রদর্শন। ছোট্ট আর্চ দক্ষ হাতে গান চালিয়ে দিয়ে, নব ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকম সাউন্ড ইফেক্ট তৈরি করে দর্শককে মুগ্ধ করতে থাকে। তার নৈপুণ্যে বোঝার উপায়ই ছিল না, তার বয়স মাত্র তিন বছর, সে একটি শিশু! বিচারকরা মুগ্ধ হয়ে তার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন বিশ্বাসই করতে পারছিলেন না। একসময় বিচারক লালা হিরায়ামা ছুটে আসেন আর্চের কাছে এবং তাকে আদর করেন। আর্চ এ প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে সেরার তকমা পেয়ে যায়। ডিজে আর্চ জুনিয়র পেয়ে যায় 'গোল্ডেন বাজ' পুরস্কার।
ডেইলি মেইলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো ডিজে আর্চের বিস্তারিত তথ্য।