মেঘের ওপর শহর!
‘মেঘের ওপর শহর!’ শিরোনাম শুনেই তোমরা হয়তো চমকে উঠেছ! বলছো- এ আবার কেমন কথা, মেঘের ওপর আবার শহর কীভাবে হয়? আমি যে শহরের কথা বলছি তা মানুষের তৈরি নয়। গত কয়েকদিন আগে চীনের আকাশে ঘটে গেল এই অবিশ্বাস্য কাণ্ডটি।
হাজার হাজার মানুষের দাবি তারা আকাশে দেখেছেন এক ভাসমান শহর। ঘটনাটি ঘটেছে চিয়াংসি ও ফোসান শহরের আকাশে। প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছেন হঠাৎ করেই তাদের চোখের সামনেই মেঘের মধ্যে ভেসে ওঠে সুউচ্চ টাওয়ার সমৃদ্ধ একটি শহর।
এমন দৃশ্য দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তারা। তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না, সেটা আসলেই শহর, নাকি তাদের দৃষ্টিভ্রম, নাকি কোনো ভৌতিক কাণ্ড। দৃষ্টিভ্রম তো এটা হতে পারে না, তবে তো তা হাজার হাজার মানুষের সবার একসঙ্গে হওয়ার কথা না।
বিজ্ঞানীরা অবশ্য এর একটা ব্যাখ্যা দিয়েছেন। তাঁরা বলছেন, চীনে দেখা ভাসমান শহর আসলে সহজ-সরল ভাষায় আলোকবিভ্রম এবং এর নাম ‘ফাটা মরগানা’। আলোকবিভ্রমের এ ঘটনাটি ইমেজকে বিকৃত করে। তা দেখা যেতে পারে স্থলে ও সাগরে। সূর্য যখন স্থল বা সাগরের ওপরের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাপমাত্রার একটি পরিবর্তনশীলতা তৈরি করে, তখন এমনটা ঘটে।