উদ্ভট প্রশ্নের কড়া জবাব দিল ৭ বছরের শিশু
বিভিন্ন স্কুলে মাঝেমধ্যেই আজগুবি প্রশ্নের সম্মুখীন হয় শিশুরা। মাঝেমধ্যে দেখা যায়, এসব আজগুবি প্রশ্নের উত্তরে শিশুরা তাদের কল্পনাশক্তি কাজে লাগায়। তবে কিছু কিছু শিশু এসবের ধারেকাছে না গিয়ে একেবারে কড়া জবাবও দিতে পারে। সাত বছরের এক শিশুর এক তাজ্জব করে দেওয়া উত্তর জানা গেল ম্যাশেবলের খবরে।
‘কিডস বিয়িং ফানি অর অ্যাডাল্টস লাইং ফর ফেইক ইন্টারনেট পয়েন্টস’ নামের একটি অনুষ্ঠানে এক অতিথি জানিয়েছেন তাঁর ছেলের এহেন কাণ্ডের কথা। তাঁর ছেলেকে স্কুলের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছিল বিচিত্র এক প্রশ্ন—‘আজ থেকে ১০০ বছর পর তোমার চেহারা কেমন হবে’? বিষয়টা এঁকে দেখাতে হবে। শিশুটি সরাসরি এঁকে দিয়েছে একটি কফিন!
শুধু কফিন নয়, কফিনের ভেতর পেন্সিলের এক-দুই টানে একটি মানুষের শরীর এঁকে দিয়েছে শিশুটি। বোঝাই যাচ্ছে কল্পনাশক্তির সাথে তার বাস্তববোধও বেশ পরিণত।
শিশুটির বাবা বলেন, ‘অনেকেই চুল, দাড়ি এসব লম্বা করে বুড়ো মানুষের চেহারা আঁকার চেষ্টা করেছে। তবে আমার ছেলে এঁকে দিয়েছে কফিন!’
তবে পরে এই প্রশ্নেরই সমালোচনা করা হয়েছে। এইটুকু বয়সী শিশুকে এমন বিচিত্র প্রশ্ন করার জন্য স্কুল কর্তৃপক্ষের সমালোচনা করা হয়।