শিশুদের পরিচালিত ভিডিও নিউজ সার্ভিস ‘প্রিজম’-এর যাত্রা শুরু
বাংলাদেশের শিশুদের খবর শিশুদের মাধ্যমেই নীতিনির্ধারকদের সামনে মেলে ধরার লক্ষ্য নিয়ে রোববার যাত্রা শুরু করেছে ‘প্রিজম’। ইউনিসেফের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ওয়েবসাইট রোববার ১০ এপ্রিল উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে চুমকি বলেন, ‘বাংলাদেশে প্রথম যে উদ্যোগ গ্রহণ করেছে এই ভিডিও নিউজ সার্ভিস (প্রিজম), তা দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য বিশেষ সুযোগ। শিশুরা যখন নিজেরাই নিজেদের প্রস্তুত করে নিতে পারবে, তখন লক্ষ্যে পৌঁছে যাবে।’
সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশার জন্য শিশুরা শৈশবেই প্রস্তুত হলে তা বাংলাদেশকে লক্ষ্য পূরণেও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী, ‘সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। আর শিশু বয়সেই যদি তারা নিজেদের প্রস্তুত করতে পারে, তবে আমরা মনে করব, তারা দেশকে এগিয়ে নেবে; দিতে পারবে অনেক কিছু।’
শিশুদের খবর নিয়ে শিশুদের দ্বারা পরিচালিত বিশেষায়িত ওয়েবসাইট ‘হ্যালো’র পর ‘প্রিজম’-এ হাত দিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সমাজের বিভিন্ন স্তর থেকে বাছাই করা শিশুদের গত বছর থেকে প্রশিক্ষণ দিয়ে ব্রডকাস্ট সংবাদকর্মী হিসেবে গড়ে তোলা হয়েছে। এ ক্ষেত্রে শিশুরা নিজেরাই সংবাদের বিষয়বস্তু ঠিক করে, সম্পাদকমণ্ডলীর সদস্যরা কেবল সহযোগিতা করেন শিশুদের ধারণাকে প্রকাশ করতে। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা ও বান্দরবানের ১০৫ শিশু প্রিজমের সঙ্গে কাজ করছে।
এ উদ্যোগে অচিরেই বাংলাদেশের প্রতিটি জেলার শিশুরা সম্পৃক্ত হবে বলে আশা প্রকাশ করেন মেহের আফরোজ। রাজধানীর গুলশানের বে’স গ্যালারিয়ার রেডিয়াস সেন্টারের এই অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ইউনিসেফের বাংলাদেশ মিশনের উপপ্রধান ড. লিয়ানি কুপেনসও বক্তব্য রাখেন।