ছড়া
স্বপ্ন এবং ঘুড়ি
কাগজ কেটে বানিয়ে ঘুড়ি
উড়িয়ে দিলে দূরে
একছুটে সে পালিয়ে যাবে
সুদূর আকাশপুরে।
আকাশপুরে ঘুড়ির সাথে
রোদের চলে খেলা
রোদ মানে ওই গাঁয়ের মাঠে
খাঁ খাঁ দুপুরবেলা।
দুপুর রোদের নূপুর পায়ে
নাচতে থাকে হাওয়া
সুতোর শরীর জুড়ে যেন
হাওয়ারই গান গাওয়া।
রোদের সাথে হাওয়ার দারুণ
মানিয়ে গেছে জুড়ি
দুপুর রোদে উড়তে থাকে
স্বপ্ন এবং ঘুড়ি।