টোফারের অদ্ভুত শখ!
মজা করে বলা হয়, ‘শখের দাম আশি টাকা তোলা!’ ঠিক যেন তাই। কত রকম শখ যে মানুষের আছে। আশপাশে খেয়াল করলেই টের পাওয়া যায়। কারো শখ টিভি দেখা, কারোও বাগান করা, কারোও আবার কুকুর-বিড়াল পোষা। এসব শখের মানুষ আমাদের চারপাশে প্রচুর, এর বাইরে এমন অনেক অদ্ভুত শখের মানুষ পৃথিবীতে আছে যে তাদের শখ দেখলে লোকজন বিস্মিত না হয়ে পারে না।
এমনই অদ্ভুত এক শখের মানুষ টোফার ব্রফির কথা জানা গেল দ্য মিরর পত্রিকার সৌজন্যে। ব্রফি পেশায় একজন শিল্পী। তার নিজের একটি পোষা কুকুর রয়েছে, তার নাম রোজেনবার্গ। সম্প্রতি টোফার আলোচনায় এসেছে তার অদ্ভুত এক শখের কারণে। তী তার শখ? তার শখ হচ্ছে সবসময় পোষা কুকুর রোজেনবার্গের সাথে মিল রেখে কাপড় পরিধান করা। তার জীবনযাত্রার এই বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে। অদ্ভুত এই শখের মানুষ পৃথিবীতে আর একটা আছে কি না বলা দায়। টোফার ব্রফি পছন্দ করে রোজেনবার্গের সাথে একই রকম সাজগোঁজ করতে, ঘুরে বেড়াতে এবং ছবি তুলতে।
এখন পর্যন্ত তারা কাউ বয়, টেনিস কিট, পুলিশ ইউনিফর্ম, নাবিকসহ নানা সময়ে নানা চরিত্রে সেজেছে। শুধু তাই নয়, রোজেনবার্গের সঙ্গে মিল করে পোশাক পরার পাশাপাশি চুলের স্টাইল, চোখের রং সব কিছুতেই মিল রাখার চেষ্টা করে সে। সম্প্রতি সে নিজের ইন্সটাগ্রামে তাদের একই রকমভাবে সাজার প্রায় অর্ধশতাধিক ছবি পোস্ট করে। এটি এখন ভাইরাল হয়ে গেছে, সবাই দেখছে আর বিস্মিত হচ্ছে। আরো মজার বিষয় হলো সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনের দিনও টোফার এবং রোজেনবার্গ এক রকম সেজে এবং পোশাক পরে ভোটকেন্দ্রে যায় এবং অন্যদেরও ভোট দিতে আসার জন্য আহ্বান করে। অদ্ভুত শখের এই মানুষ টোফার ব্রফি বলে, ‘আমরা দেখতে অনেকটাই এক রকম, তাই একসঙ্গেই সবকিছু করতে ভালোবাসি, এক রকম পোশাক, সাজসজ্জা করি। এভাবেই একই রকম সেজে যদি একজন মানুষকেও আনন্দ দিতে পারি, হাসাতে পারি সেটাই আমাদের জন্য গর্বের।’ টোফার আরো জানায়, রোজেনবার্গকে সে নিজের সন্তানের মতোই দেখে, তাই তাকে ঘিরে আবেগ অনুভূতি, ভালোবাসা একটু বেশিই।