ছাগলটিকে মা মনে করছে বানরটি
সম্প্রতি পূর্ব চীনের একটি খামারে দেখা গেছে এক অবাক কাণ্ড, তা হলো একটি বানরছানা চড়ে বেড়াচ্ছে একটি ছাগলের পিঠে। ছাগলটিও বানরছানাটিকে রাখছে মায়ের মতো, পিঠে নিয়ে ঘুরছে এদিক সেদিক।
বানরটি যেমন ছাগলটিকে মা মনে করে জাপটে ধরে থাকে, তেমনি ছাগলটিও নিরাশ করে না বানরটিকে। সন্তানের মতোই আদরযত্ন পায় বানরছানাটি। পশুদের এই প্রেম দেখে মুগ্ধ না হয়ে পারবে না কেউ। বানরছানাকে পিঠে নিয়ে জঙ্গলে দিব্যি ঘাস খাচ্ছে ছাগলটি, দুজন রাতে ঘুমুচ্ছেও একই সঙ্গে। ভিন্ন প্রজাতি ছাড়া কোনো অস্বাভাবিকতা নেই যেন তাদের মাঝে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবর থেকে জানা যায়, ওই খামারের মালিকের নাম জোং শু। তিনি বলেন, ‘সেদিন ছাগলগুলো খামারে ফেরার সময় একটি ছাগলের পিঠে বানর ছানাটিকে দেখতে পেয়ে অবাক হয়েছিলাম। তবে গত চার-পাঁচদিন ধরেই শুধু ওই ছাগলটির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এটি। বানরছানাটিকে কলা খেতে দিলেও খাচ্ছে না। ছাগলের পিঠ থেকে নামানোর চেষ্টা করলেও নামতে চায় না। তাই সেটিকে আর জোর করে নামানোর চেষ্টা করিনি। বানরছানাটি সম্ভবত ছাগলটিকে নিজের মা হিসেবে গ্রহণ করেছে।’
তবে বিষয়টি ভালো চোখে দেখছে না সেখানকার বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্তাব্যক্তিরা। তাঁরা বানরটিকে বনে রেখে আসার জন্য নির্দেশ দিয়েছে জোং শুকে। তাঁদের বক্তব্য, বানরটি যদি ছাগলদের মধ্যে বড় হয় তাহলে বানরের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। বানরের স্বার্থেই বানরটিকে বনে ফেরত দিয়ে আসার পরামর্শ দেন বন কর্মকর্তারা।