খুশকিতে নাকাল? লেবু ব্যবহার করুন

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

খুশকির সমস্যায় অনেকে বিপর্যস্ত। খুশকির কারণে চুল পড়ে যায়। স্বাভাবিক সৌন্দর্যকেও নষ্ট করে খুশকি। তবে হতাশ হওয়ার কিছু নেই। ঘরোয়া পদ্ধতিতে আপনি খুশকিমুক্ত থাকতে পারেন।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুল পড়া, রুক্ষ হয়ে যাওয়া, মাথার ত্বকে নানা সংক্রমণের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই দায়ী খুশকি। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যার সাহায্যে এ সমস্যার সমাধান হতে পারে।

খুশকি দূর করতে লেবু খুবই কার্যকর। সঠিক পদ্ধতিতে লেবু ব্যবহার করতে পারলে খুশকি দূর হবেই। আসুন, জেনে নিই খুশকি দূরীকরণে লেবু কী কী উপায়ে ব্যবহার করা যেতে পারে—

আমলকি ও লেবু

দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ আমলকির রস মেশান। এবার তাতে তুলো ভিজিয়ে মাথার ত্বকে ভালো করে লাগান। আধাঘণ্টা রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন। তিন-চার দিন পরপর এটি করুন। খুশকি দূর হবে।

দই ও লেবু

বাটিতে দুই টেবিল চামচ দই, এক টেবিল চামচ লেবুর রস ও এক চা চামচ মধু নিয়ে খুব ভালো করে মেশান। এরপর এটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করুন। ভালো ফল পেতে সপ্তাহে দু-তিন বার এটি করুন।

অ্যালোভেরা ও লেবু

দুই টেবিল চামচ অ্যালোভেরার জেল এবং দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ১৫ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। এ ক্ষেত্রে খাঁটি অ্যালোভেরা জেল ব্যবহার করা ভালো। এটি সপ্তাহে দুবার করুন।

মধু ও লেবু

চার টেবিল চামচ মধু ও দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সামান্য পানি দিয়ে ভালো করে মেশান। মাথার পুরো ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করুন। চার-পাঁচ দিন পরপর এটি করতে থাকুন। ভালো ফল মিলবে।

আমলকি ও লেবু

দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ আমলকির রস মেশান। এবার তাতে তুলো ভিজিয়ে মাথার ত্বকে ভালো করে লাগান। আধাঘণ্টা রেখে দিন, তারপর মাথা ধুয়ে ফেলুন। তিন-চার দিন পরপর এটি করতে থাকুন। দ্রুত ফল মিলবে।