মজাদার চিলি লাইম ফিশ
চলছে পবিত্র মাহে রমজান। আর রমজানে সবাই ভিন্নধর্মী রেসিপি খেতে পছন্দ করেন। চলুন, জেনে নেওয়া যাক, রমজানে কিভাবে সহজে বাচা মাছ দিয়ে ‘চিলি লাইম ফিশ’ রেসিপি তৈরি করবেন। এই রেসিপি ঈদেও তৈরি করতে পারেন। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—উপকরণবাচা মাছ ৫০০ গ্রামলেবুর রস দুই টেবিল চামচলবণ স্বাদমতোময়দা দুই টেবিল চামচতেল পরিমাণ মতোরসুন বাটা এক টেবিল চামচআদা বাটা হাফ টেবিল চামচচিনি এক টেবিল চামচসয়াসস...
সর্বাধিক ক্লিক