মাত্র এক ঘণ্টায় বাড়িতে বানিয়ে ফেলুন মিষ্টি দই

৭-৮ ঘণ্টা নয়, মাত্র এক ঘণ্টায় বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের মতো মিষ্টি দই। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, এটা সম্ভব! এক বিশেষ কৌশলে দোকানের মতো মিষ্টি দই পাতা সম্ভব মাত্র এক ঘণ্টায়। খাঁটি দুধ দিয়ে তৈরি হবে সুস্বাদু মিষ্টি দই। চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে কীভাবে বানাবেন মিষ্টি দই। মিষ্টি দই বানানোর প্রস্তুত প্রণালিএই দইয়ের প্রধান উপকরণ হলো দুধ। দুই রকমের দুধ লাগবে– তরল ও পাউডার দুধ। পাউডার দুধ দই ঘন...