লিপস্টিক কেনার সময়ে যেসব বিষয় দেখে নেবেন
নারীদের সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় প্রসাধনী হচ্ছে লিপস্টিক। ঠোঁট রাঙাতে এই প্রসাধনীর জুড়ি মেলা ভার। লিপস্টিক কেনার সময় বেশির ভাগ ক্ষেত্রেই রংকেই গুরুত্ব দেওয়া হলেও তাতে কী কী উপকরণ মেশানো রয়েছে, তা অনেকেই দেখেন না? অনেকে আবার লিপ বাম বেশি সুরক্ষিত ভেবে সেটিও অনেক ব্যবহার করেন। কিন্তু কথা হলো, লিপস্টিক বা লিপ বাম কোনওটিই ঠোঁটের স্বাস্থ্যের জন্য ভাল নয়। এগুলিতে এমন সব রাসায়নিক ও কৃত্রিম...
সর্বাধিক ক্লিক