ছোট ব্যালকনি সাজাতে কী কী জিনিস লাগবে

গরম যতই বাড়ছে, ততই ব্যালকনির (বারান্দা) ব্যবহার বাড়ছে। অফিস কিংবা বাইরে থেকে আসার পর একটু ঠাণ্ডা বাতাসের আশায় বারান্দায় পা রাখছেন অনেকেই। গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা না থাকলে বিকেলের পর বারান্দাই আপনার ঠিকানা হতে পারে। অথবা অতিথি এলে আপনার ছোট ব্যালকনিতেই জমে উঠতে পারে আড্ডা। তাহলে দেরি না করে  অনন্য করে তুলুন বর্গাকার বা আয়তাকার বারান্দা, ব্যালকনি। রইল টিপস।প্রকৃতির...