চুলের যত্নে কমলালেবু!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/20/orange_for_hair_freepik.jpg)
কমলালেবু খেতে সবাই পছন্দ করে। ভিটামিন সি যুক্ত এই ফলটি শুধু ত্বকের জন্যই উপকারী না। এই ফলটি আমাদের চুলের যাবতীয় সমস্যাও দূর করে থাকে। কমলালেবুর রস, খোসা, শাস সবকিছুই রূপচর্চার কাজে লাগে। তাই আজ থেকে কমলালেবু চুলেও ব্যবহার করা শুরু করুন।
১) চুলের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন কমলালেবুর তেল। প্রথমে কমলালেবুর খোসা গুঁড়া করুন। এরপর এই গুঁড়ার সাথে ফলের রস মিশান। মিশ্রণটি নারিকের তেলের সাথে মিশিয়ে নিন। এবার তেলটি দুই-তিনদিন রোদে রাখুন। তৈরি হয়ে গেলো কমলালেবুর তেল। এই তেল নিয়মিত ব্যবহারে স্ক্যাল্পে পুষ্টি জোগায়।
২) এক টেবিল চামচ কমলার রসের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন। এতে আপনার চুল দেখাবে ঝরঝরা।
৩) কমলালেবুর রসের সাথে মধু মিশান। এরপর এটি কন্ডিশনার হিসেবে শ্যাম্পু করার পর চুলে লাগান। এতে চুল হবে উজ্জ্বল ও ঘন।
৪) কমলালেবুতে ভিটামিন সি থাকায় খুশকি দূর করতে বেশ কাজে দেয়। এর রস স্ক্যাল্পে মেখে ম্যাসেজ করুন। এরপর ধুয়ে ফেলুন।
৫) কমলালেবুতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এর রস চুল বৃদ্ধিতে সাহায্য করে।
সূত্র- বোল্ডস্কাই