ছয় প্রচলিত সবজি, আসলে ফল

Looks like you've blocked notifications!
মরিচ সবজি নয়, ফল। ছবি : সংগৃহীত

টমেটোকে তো আমরা সবজি হিসেবেই জানি। তাই না? তবে জানেন কি টমেটো সবজি নয়, ফল? ভেবে অবাক হচ্ছেন?

আসলে অবাক হওয়ার কিছু নেই, এ বিশ্বে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো আমরা সবজি হিসেবে জানলেও আদতে এগুলো ফল। এমন কিছু ফলের কথা জানিয়েছে বিজনেস ইনসাইডার।

  • মরিচ

সব ধরনের মরিচ, সেটি হতে পারে বেল পিপার থেকে জালাপিনো- এগুলো আসলে সবজি নয়, এক ধরনের ফল। এর মধ্যে ভরপুর রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি-৬, ভিটামিন কে-ওয়ান, ফোলেট ও পটাশিয়াম।

  • শশা

ওজন কমানোর খাদ্যতালিকায় এই সবুজ খাবারটি রাখা হয়। তবে শশাকে সবজি হিসেবে মনে হলেও এটিও ফল পরিবারের সদস্য।

  • বেগুন

অনেকে মজা করে বলেন, ‘যার কোনো গুণ নেই সে-ই বেগুন’। তবে বেগুনের কিন্তু অনেক গুণ। এর মধ্যে রয়েছে আঁশ, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফোলেট ও ভিটামিন কে। এটি কেবল ফলই নয়, একে বেরি দলের সদস্যও বলা হয়।

  • ঢেঁড়শ

ঢেঁড়শ আঁশ, পটাশিয়াম ও ভিটামিন সি-এর চমৎকার উৎস। ফলের তালিকায় কিন্তু এটিও রয়েছে।

  • ভুট্টা

ভুট্টাকে সবজি হিসেবে দেখা হয়। তবে এটি এ পরিবারের সদস্য নয়। বিচিতে ভরা এই খাবারটিকে শুকনো ফল বলা হয়। ভুট্টায় রয়েছে, ফোলেট, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। সুস্বাস্থ্যের জন্য খাদ্যতালিকায় এই ফলটিও রাখতে পারেন।

  • তরমুজ

তরমুজ অনেকেরই পছন্দের খাবার। তরমুজে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, নায়সিন, ভিটামিন বি-৬ ইত্যাদি। বিচিসহ সুস্বাদু এ মিষ্টি খাবারটিকে সবজি হিসেবেই অনেকে জানেন। তবে এটিও ফল।