বিশ্বরঙের দুর্গাপূজার পোশাক ও মিউজিক্যাল ফ্যাশন ভিডিও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/29/b_rong.jpg)
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম হলো দুর্গোৎসব। কাশবনের দোলায় দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে। বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। শরতের মেঘ আর শিউলির গন্ধ দশভূজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়।
বাঙালির জীবনে দুর্গোৎসবের এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্য। বিশ্বরঙ দীর্ঘ ২৬ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে। সেই ধারাবাহিকতায় বিশ্বরঙে এবারের দুর্গাপূজার পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে এসেছে দুর্গা প্রতিমার মাথার মুকুট। মুকুটের নান্দনিক রূপের সাথে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে দুর্গা মোটিফ, মন্ত্র, আলপনা উপস্থাপন করা হয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট ইত্যাদির মলিন সারফেসে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। বরাবরের মতো মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশনই থাকছে বিশ্বরঙের দুর্গাপূজা-২০২১ সংকলনে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/29/innner_rong.jpg)
সম্প্রতি বিশ্বরঙের যমুনা ফিউচার পার্ক শোরুমে এক জমকালো আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা-২০২১ সংকলন প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে বিশ্বরঙের সব শোরুমে ১ অক্টোবর থেকে দশমী পর্যন্ত। উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মারিয়াসহ মিডিয়া অঙ্গনের শুভানুধ্যায়ীরা।
দুর্গাপূজা-২০২১ সংকলন প্রদর্শনীর উদ্বোধন শেষে দুর্গাপূজা উপলক্ষে ‘জয় দুর্গা মায়ের জয়’ গানটির মিউজিক্যাল ফ্যাশন ভিডিওর প্রকাশনা উৎসব হয়। এ গানে বিপ্লব সাহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব।