বিশ্বরঙে এসেছে একুশে ফেব্রুয়ারির পোশাক

Looks like you've blocked notifications!
একুশে ফেব্রুয়ারির চেতনায় বিশ্বরঙ। ছবি : সংগৃহীত

ফ্যাশন হাউজ বিশ্বরঙ একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ফ্যাশনে নিয়ে এসেছে নানা রকম বৈচিত্র্য। একুশে ফেব্রুয়ারির পোশাকগুলোকে সাজানো হয়েছে সাদাকালো রঙের আঙ্গিকে।

কিছু কিছু ক্ষেত্রে লাল রঙের উপস্থিতি কালো আর সাদা রঙকে দিয়েছে ভিন্নমাত্রা। বাংলা বর্ণমালা হয়ে উঠেছে পোশাক অলংকরণে চেতনার অনুষঙ্গ।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, শীতের শেষবেলায় পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। ‘বিশ্বরঙ’-এর শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, টিশার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে শহীদ মিনার, বাংলা বর্ণমালাসহ জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।