বেগুনি আবেশে বিশ্বরঙের নারী দিবসের পোশাক

Looks like you've blocked notifications!
বিশ্বরঙের নারী দিবসের পোশাক। ছবি : সংগৃহীত

ফ্যাশন হাউস বিশ্বরঙ সব সময়ই তার শিল্প-ভাবনায় সামাজিক চেতনার সহযাত্রী। সেই চেতনারই বহিঃপ্রকাশ বিশ্বরঙ নারী দিবস-২০২১-এর সব প্রয়াসে। আগামী ৮ মার্চ নারী দিবসকে ঘিরেও তাই বিশ্বরঙের ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। এখন এটি কেবল উদযাপনের দিন নয়, এটি নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার একটি দিন। নারী দিবসের পোশাকগুলোকে সাজানো হয়েছে বেগুনি রঙের আবেশে। কিছু কিছু ক্ষেত্রে সাদা দিয়েছে শুভ্রতার এক ভিন্ন মাত্রা।

নারী দিবসের পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। বিশ্বরঙের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে রয়েছে বেগুনি রঙে জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

পোশাক সংক্রান্ত যেকোনো তথ্য পেতে পারেন ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করে অথবা ভিজিট করুন বিশ্বরঙের ই-কমার্স সাইট www.bishworang.com এবং ফেসবুক পেজ bishworang fan club-এ।