ব্যথা ছাড়া হাই হিল পরার ৩ পরামর্শ

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

হিল দারুণ। হিল সব সময় আপনাকে ইনস্ট্যান্ট সুন্দর ও গ্ল্যামারাস করে তুলবে। কিন্তু এটাই সব নয়। অনেক সময় হিল তীব্র যন্ত্রণা দেয়। তবে আপনি সহজে এ থেকে মুক্তি পেতে পারেন।

কিন্তু কীভাবে? ভারতের বিখ্যাত ফ্যাশন ও জীবনধারাবিষয়ক সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। আসুন, আজ আমরা তিনটি পরামর্শ জেনে নিই—

পা ভালো করে ময়েশ্চারাইজ করুন

এটি একটি উত্তম উপায়। আপনি যদি পায়ে ভালো করে ময়েশ্চারাইজার লাগান, তবে হাঁটার সময় হিলের সঙ্গে ঘর্ষণ লাগবে না। এতে ফোস্কা পড়বে না।

সঠিক মাপের হিল কিনুন

পায়ের সঠিক মাপ জানা জরুরি এবং সঠিক সাইজের হিল কিনবেন। হিল কেনার আগে আপনি স্টোরে কারও সাহায্য নিতে পারেন। তাঁরাই আপনাকে সঠিক মাপ জানাতে সাহায্য করবেন। পায়ের মাপ পরিবর্তন হয়। শুধু যে বয়ঃসন্ধিকালে হয়, তা কিন্তু নয়। বড় হলেও সাইজে পরিবর্তন হতে পারে। বছরে অন্তত দুবার পায়ের সাইজ পরীক্ষা করুন।

পায়ের শেপের দিকে নজর দিন

কারও পা ছোট, কারও বড়। কারও চিকন, কারও প্রশস্ত। কারও আঙুল ছোট, আবার কারও আঙুল বড়। তাই পায়ের শেপ অনুযায়ী আপনাকে হিল কিনতে হবে। আপনার পা যদি প্রশস্ত হয়, তবে মুখবন্ধ জুতা পরবেন না। কেনার আগে পরে দেখুন, আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী হিল কিনুন।