৩ ভুল শীতে চুলের ক্ষতি করে

Looks like you've blocked notifications!
চুল ভালো রাখতে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল নয়। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর চুল সবারই কাম্য। এমন চুল পেতে হলে সারা বছরই যত্ন প্রয়োজন। তবে অতিরিক্ত স্টাইল করা, হিট দেওয়া, শ্যাম্পু ব্যবহার চুলের ক্ষতি করে। আরো কিছু দৈনন্দিন বিষয় রয়েছে, যেগুলো চুলের ক্ষতির জন্য দায়ী। আর এগুলো বেশি করা হয় শীতের সময়।

শীতের সময় চুলের ক্ষতি করে এমন কিছু ভুলের কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল

শীতে গরম পানি দিয়ে গোসল বেশ আরামদায়ক। তবে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল কিন্তু ত্বক ও চুলের ভীষণ ক্ষতি করে।

গরম পানি দিয়ে গোসল চুলের প্রাকৃতিক তেল ও পুষ্টিকে নষ্ট করে। তাই চুল ধোয়ার ক্ষেত্রে অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন।

২. গা ও চুলে একই তোয়ালে ব্যবহার

আমরা সাধারণত গা ও চুল মুছতে একই তোয়ালে ব্যবহার করি। এটা খুবই ভুল। কারণ, তোয়ালে সাধারণত একটু মোটা কাপড়ের হয়। এতে চুল ভেঙে যায়। চুল মুছতে পুরোনো নরম কোনো সুতি কাপড় ব্যবহার করুন।

৩. ভুলভাবে চুল আঁচড়ানো

শীতে ঠাণ্ডার ভয়ে অনেকেরই চুল কম ধোয়া হয়। এতে ময়লা জমে জট সৃষ্টি হয়। জট ছাড়াতে আমরা অনেক জোরে চুল আঁচড়াই। ফলাফলে চুল ভঙ্গুর হয়ে যায়। চুল ভালো রাখতে নরম দাঁতের চিরুনি ব্যবহার করুন এবং ধীরে ধীরে আঁচড়ান।