রাশিফল

আবেগ সংযত রাখুন মীন, মন খারাপ হবে কর্কটের

Looks like you've blocked notifications!

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও শনি। আপনার শুভ সংখ্যা ৪ ও ৮। শুভ বার শনি ও রবি। শুভ রত্ন গার্নেট ও নীলা।

প্রকৃতিগতভাবে আপনি চিন্তাশীল, সিরিয়াস ও স্বতন্ত্র সত্তার অধিকারী। আপনার জীবনে সুযোগ ও বাধা আসবে অপ্রত্যাশিতভাবে। নিয়তি আপনাকে অনেক দায়িত্ব দিতে পারে। আপনি গোপন শত্রুতার শিকার হতে পারেন। বৈষয়িক সাফল্যের চেয়ে মানসিক তৃপ্তি পাবেন বেশি। আর্থিক সাফল্য ও ক্ষমতা দুই-ই আসতে পারে আপনার, তবে এই জন্য আপনাকে বড় মূল্য দিতে হতে পারে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

গৃহে আত্মীয়সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। কাজকর্মে উৎসাহবোধ করবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। গৃহে অতিথিসমাগম হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। মনের শান্তি বজায় থাকতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। মন ভালো নাও থাকতে পারে। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমন ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশযাত্রার চেষ্টায় সুফল পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ দেখা দিতে পারে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। যে চলে যেতে চায় তাকে যেতে দিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। শত্রুকে দুর্বল না ভাবলে ভালো করবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়োশোনায় মন বসাতে পারবেন। মনের কথা স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১২ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।