ডিপ কন্ডিশনিং কীভাবে করবেন?

Looks like you've blocked notifications!

চুলের রুক্ষতা দূর করতে ডিপ কন্ডিশনিং করা খুবই জরুরি। তবে কীভাবে ডিপ কন্ডিশনিং করতে হয় তা অনেকেই জানেন না। চুলে কীভাবে ডিপ কন্ডিশনিং করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে দেখে নিতে পারেন।

১. সবার চুলের ধরন আলাদা। তাই কন্ডিশনারের ধরনও আলাদা। রুক্ষ চুলের কন্ডিশনার আলাদা, আগা ফাটা চুলের কন্ডিশনার আলাদা, খুশকির জন্য কন্ডিশনার আলাদা। আবার তৈলাক্ত চুলেরও কন্ডিশনার আলাদা। তাই চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বাছাই করুন।

২. কন্ডিশনার চুলে কতক্ষণ রাখা জরুরি? এটা অনেকেই জানেন না। কন্ডিশনার লাগানোর পর ৩০ মিনিট অপেক্ষা করুন। আর হাতে যদি একেবারেই সময় না থাকে তাহলে ২ মিনিট অবশ্যই রাখবেন। কন্ডিশনার লাগানোর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না।

৩. ডিপ কন্ডিশনিং কতবার ব্যবহার করতে হয়? এই প্রশ্নের উত্তরও হয়তো জানেন না। সপ্তাহে অন্তত একদিন চুলে ডিপ কন্ডিশনিং করতে পারেন। বেশি করলে আপনার চুলে তেলতেলে হয়ে যেতে পারে।

৪. ডিপ কন্ডিশনিং করার আগে শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। শুধু পানি দিয়ে ধোয়ার পরও চুলে ময়লা থেকে যায়। তাই আগে শ্যাম্পু করে নিন।

৫. মাথার তালুর থেকে চুলের আগায় বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুলের আগা ফাটা সমস্যা দূর হবে।

৬. ডিপ কন্ডিশনিং করার পর চুল ঠান্ডা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করুন। গরম বা কুসুম গমর পানি দিয়ে চুল না ধোয়াই ভালো।